ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

কোমরের মাপই বলে দিবে আপনার হৃদরোগের ঝুঁকির খবর 

আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৭:১৭ পিএম


loading/img
কোমরের মাপ। ছবি: সংগৃহীত

হৃদরোগের ঝুঁকি কমাতে অনেকেই নিজের ওজন নিয়ন্ত্রণ করে থাকেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় জানা গেল ভিন্ন তথ্য। শুধু ওজন নয় বরং কোমরের মাপও বলে দেবে হার্ট ফেইলিওর বা হৃদরোগের ঝুঁকির খবর।

বিজ্ঞাপন

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক সম্মেলনে করা এই গবেষণায় বলা হয়, কোমর-উচ্চতার অনুপাত হচ্ছে হৃদরোগ বা হার্ট ফেইলিওরের ঝুঁকির নির্ভরযোগ্য সূচক।    

সুইডেনের মালমো প্রিভেন্টিভ প্রজেক্টে অংশ নেয়া ১ হাজার ৭৯২ জন মানুষের ওপর, যাদের বয়স ৪৫ থেকে ৭৩ বছরের মধ্যে এই গবেষণাটি চালানো হয়। প্রায় ১৩ বছর ধরে চলে এই গবেষণা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

যাতে দেখা যায়, শরীরে চর্বি কোথায় জমছে, তার উপরেই নির্ভর করে হৃদরোগের ঝুঁকি। যারা ওজনে ‘স্বাভাবিক’ হলেও কোমরের মাপে উচ্চতার অর্ধেক ছাড়িয়ে গেছেন, তাদের হার্ট ফেইলিওরের সম্ভাবনা বেশি। 

বিজ্ঞাপন

গবেষক ডা. জন মলভিন বলেন, আপনার কোমরের মাপ যদি আপনার উচ্চতার অর্ধেকের বেশি হয়, তাহলে এখনই সতর্ক হওয়া দরকার। এটা হৃদরোগের ভয়াবহ ইঙ্গিত দেয়। 

বিজ্ঞাপন

গবেষণার প্রধান উপস্থাপক ডা. জুজিচ বলেন, বডি মেস ইন্ডেক্স বহু বছর ধরে স্থূলতা মাপার জনপ্রিয় পদ্ধতি হলেও এতে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এটি লিঙ্গ, বয়স ও জাতিগত বৈচিত্র্য বিবেচনা করে না এবং শরীরের কোথায় চর্বি জমেছে তা বলে না। তবে প্রিভেন্টিভ প্রজেক্টের গবেষণাটি দারুণ তথ্য হাজির করেছে। 

তাই চিকিৎসকেরা বলছেন, নিয়মিত রক্তচাপ পরীক্ষার সময় কোমরের মাপ নেওয়াও শুরু করা উচিত। কারণ, এত দিন যেটাকে ‘পেটের মেদ’ ভেবে অবহেলা করেছেন, সেটাই হয়তো আপনার হৃদযন্ত্রের শত্রু হয়ে উঠছে। 

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |