ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

চালের কালো পোকা দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চাল, ডাল বা গমের পাত্রে কালো ছোট পোকা দেখা গেলে তা যেমন অস্বস্তিকর, তেমনি রান্নার সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে একদম সহজ একটি উপায়েই এসব পোকা দূরে রাখা সম্ভব।

বিজ্ঞাপন

চলুন, জেনে নিই কীভাবে কালো পোকা দূর করবেন
আমাদের রান্নাঘরের গুরুত্বপূর্ণ জিনিস হলো দিয়াশলাই। চুলা জ্বালাতে এই দিয়াশলাই কাঠি বা লাইটার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না, রান্নাঘরের চাল, ডাল, গমের পাত্রে ১টা দিয়াশলাই কাঠির বাক্স রেখে দিলে কী লাভ হয়।

দিয়াশলাই যেভাবে কাজ করে  
দিয়াশলাইয়ের কাঠিতে থাকে পটাশিয়াম ক্লোরেট ও লাল ফসফরাস—যা একটি প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে। চাল, ডাল, গম বা গোটা মসলার পাত্রে একটি দেয়াশলাইয়ের পূর্ণ বাক্স রেখে দিলে পোকামাকড়, এমনকি ছত্রাকও জন্মাতে পারে না। ইঁদুরও এর গন্ধে দূরে থাকে।

বিজ্ঞাপন

ব্যবহারবিধি  
কৌটা বা পাত্র একেবারে শুকনো থাকতে হবে  
উপাদান রাখার আগে বা পরে একটি করে দিয়াশলাইয়ের বাক্স ভেতরে রাখুন  
প্রয়োজনে প্রতি মাসে একবার নতুন বাক্স দিয়ে বদলে নিন  

শস্য সম্পূর্ণরূপে শুকিয়ে পাত্রে সংরক্ষণ করা উচিত। যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে। আর এটি যখন তখন শস্যের পাত্র থেকে সরিয়ে নেওয়াও যায়। আর তাতে কোনো বিষক্রিয়া হয় না।  

শুকনা নিম পাতা পোকা দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। নিমের তিক্ততা শস্যকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে। অন্যদিকে দিয়াশলাইয়ের কাঠিতে উপস্থিত সালফার পোকার বংশবৃদ্ধি আটকায়। নিমের তিক্ততা যেমন পোকা দূরে রাখতে সাহায্য করবে, তেমনি রসুনের তীব্র গন্ধও পোকামাকড় তাড়াতে সাহায্য করে। খোসা ছাড়ানো রসুনের কোয়া যদি দানার মধ্যে দেওয়া হয়, তাহলে পোকামাকড় থেকে দানা বাঁচানো সহজ হবে।

বিজ্ঞাপন

টিপস:  
গরম ভাজা লবঙ্গ, তেজপাতা বা রসুনের কোয়াও পোকা প্রতিরোধে কার্যকর  
কৌটা ভালোভাবে বন্ধ রাখুন, যাতে আর্দ্রতা ঢুকতে না পারে  

বিজ্ঞাপন

এই সহজ ঘরোয়া উপায়েই চাল ও ডাল থাকবে নিরাপদ এবং পোকামুক্ত।


আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |