ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পানির বোতল পরিষ্কার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৮ মে ২০১৯ , ০৬:১৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

পানির বোতল আমাদের নিত্যসঙ্গী। এজন্য এটা পরিষ্কার থাকা খুবই জরুরি। বোতল অপরিষ্কার থাকলে সেই বোতলে পানি খেয়ে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেখে নিন কিভাবে বোতল পরিষ্কার করবেন-

বিজ্ঞাপন
  • আমাদের মধ্যে প্রচলিত একটি ধারণা হলো- গরম পানি দিয়ে বোতল ধুয়ে নিলেই তা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। এই ধারণাটি ভুল। গরম পানিতে কিছু জীবাণু দূর হলেও সব জীবাণুই ধ্বংস হয় না।
  • বোতল সম্পূর্ণ পরিষ্কার করতে কিচেনের সিংকে বা ডিশওয়াশারে রেখে ভালো করে ধুয়ে ফেলুন। লিকুইড ডিটারজেন্টে বোতলটিকে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। বোতলের স্ট্র, মুখ সব আলাদা করে ভালোভাবে ধুতে হবে।
  • সরু পরিষ্কার ব্রাশ দিয়ে বোতলের ভেতরের অংশ পরিষ্কার করুন।
  • বেশি সময় নিয়ে বোতল পরিষ্কার করতে চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। আপনার বোতলটিতে ভিনেগার ভরে পুরো রাত রেখে দিন। পরদিন ধুয়ে ফেলুন। সাদা ভিনেগার জীবাণু ধ্বংস করে ও কম শক্তিশালী ব্যাকটেরিয়া দমন করতে পারে।

বিজ্ঞাপন

  • অল্প করে  ব্লিচিং পাউডার দিয়ে বোতলটিকে ভালোভাবে পরিষ্কার করুন। এরপর বোতলটি থেকে পুরোপুরিভাবে পানি ঝরতে দিন।
  • বোতলে পানি নিয়ে তাতে জীবাণুনাশক ট্যাবলেট মেশান। ট্যাবলেটটিকে ৩০ মিনিট পানিতে মিশতে দিন। ভালো করে ধুয়ে পানি পান করুন।

ডি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |