ভালোবাসার সপ্তাহে আজ হাগ ডে মানে আলিঙ্গনের দিন। রোজ ডে, প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে'র পর হাগ ডে। এই বিশেষ দিনে নিজের বন্ধু-প্রেমিকা, ভালোবাসার মানুষটিকে সিনেমার ভাষায় ‘জাদু কি ঝাপ্পি’দিয়ে মন ভালো করে দিন, আর তার সঙ্গে পাঠিয়ে দিন ভালোবাসার বার্তা, আলিঙ্গনের ইশারা।
অনেক রাগ অভিমান, দুঃখ, মন খারাপ অনেক কিছুই একটি ওষুধে ঠিক হয়ে যায়। তা সেই আলিঙ্গন অথবা জরিয়ে ধরার জন্য নির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন নেই। সব মুহূর্ত উদযাপনের জন্য হয়তো দিন ঠিক নির্দিষ্ট হয় না, তবে সব মুহূর্ত স্মরণ করার জন্য যদি আলিঙ্গন দিবস নাম দিয়েই কোনও দিনকে ডাকা হয়, তাতে ক্ষতি কী?
প্রিয়জনকে আপনার জড়িয়ে ধরার কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং তাকে সমস্ত বিপদের থেকে কতটা আগলে রাখেন।
এস/সি