• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ত্বকের যত্নে ব্যবহার করুন চাল ধোয়া পানি

লাইফস্টাইল ডেস্ক

  ১৪ মে ২০২০, ১৯:২২
Rice washing water can be used for skin and hair care
ফাইল ছবি

বাঙালি আর ভাত, একটি অপরটির সঙ্গে জড়িত। বাঙালি সারা দিনে দেশি-বিদেশি যত রকমই খাবার খেয়ে বেড়াক না কেন, দিনে অন্তত একবার তার ভাত চাই-ই-চাই। অনেকে আবার ডায়েটের কারণে ভাতের থেকে দূরে থাকেন। কিন্তু জানেন কি ত্বকের যত্নে, ব্রণ রোধে আর চুলের স্বাস্থ্য ফেরাতেও ভাতের জুড়ি মেলা ভার! তবে এ ক্ষেত্রে ভাত সরাসরি নয়, চাল ধোয়া পানি কাজে লাগানো যেতে পারে ত্বক আর চুলের পরিচর্যায়।

আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

চাল ধোয়া পানির ব্যবহার:

  • চাল ধোয়া পানি মিশিয়ে গোসল করলে ত্বকের মধ্যে অস্বস্তিকর জ্বালা, চুলকানি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
  • ব্রণের সমস্যায় ভুগছেন? তাহলে, চাল ধোয়া পানি ঠাণ্ডা করে তুলোর সাহায্যে লাগান ব্রণ আক্রান্ত স্থানে। দিনে ২-৩ বার ব্যবহার করলেই ফারাক বুঝতে পারবেন।
  • সান ট্যান পড়ে শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। পুড়ে যাওয়া জায়গাগুলোতে ঠাণ্ডা চাল ধোয়া পানি লাগালে চলে যায় ট্যান। একইসঙ্গে বাড়বে ত্বকের উজ্জ্বলতা।
  • শ্যাম্পু করার পর চাল ধোয়া পানি মিশিয়ে চুলের গোড়ায় দিন। মিশ্রণটি চুলে দেওয়ার পর ৩-৪ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের ডগা ফাটার মতো সমস্যা থেকে রক্ষা পাবেন।
  • এছাড়াও মজবুত ও চকচকে চুল পেতে ব্যবহার করুণ চাল ধোয়া পানি।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক সপ্তাহে ডেঙ্গুতে গেল ৩৯ প্রাণ
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪
স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব সাইদুর রহমান
চাকরি দেবে আড়ং, পাবেন স্বাস্থ্য ও জীবন বিমা