• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

গরম পানি ব্যবহারে ক্ষতি হয় ত্বক এবং চুলের

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪০

শীতে গরম পানিতে গোসলের অভ্যাস অনেকেরই রয়েছে। আবহাওয়া ঠান্ডা থাকার কারণে বেশ কিছুক্ষণ ধরে গরম পানিতে গোসল করলে বেশ চাঙ্গা লাগে। কিন্তু আপনি যত বেশি সময় ধরে গরম পানিতে গোসল করবেন ততই ক্ষতি হবে আপনার ত্বকের। তাই শীতকালে গরম পানিতে গোসল করলেও দীর্ঘক্ষণ ধরে গোসল করবেন না। আর ঈষদুষ্ণ গরম পানিতে গোসল করার চেষ্টা করুন। পানির ঠান্ডা ভাব কাটিয়ে নেওয়ার পর আর বেশি গরম করার দরকার নেই। কারণ খুব বেশি গরম পানি দিয়ে গোসল করলে আপনার ত্বকের পাশাপাশি ক্ষতি হবে চুলেরও। অতএব সতর্ক থাকা জরুরি।

অতিরিক্ত গরম পানিতে অনেকক্ষণ ধরে গোসল করলে কীভাবে ক্ষতি হবে ত্বকের

মূলত পানি যত গরম হবে আপনার ত্বকের ন্যাচারাল ময়শ্চারাইজড বা আর্দ্র ভাব তত কমবে। এর পাশাপাশি আমাদের ত্বকে ন্যাচারাল অয়েল যে পরিমাণে থাকে তাও কমতে থাকবে এই গরম পানির সংস্পর্শে এসে। আর ত্বকের স্বাভাবিক আর্দ্র এবং তৈলাক্ত ভাব ক্রমশ কমতে থাকলে শীতের দিনে মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যাবে আপনার ত্বক।

খুব বেশি গরম পানি দিয়ে গোসল করে ক্ষতি হতে পারে চুলেরও

পানি যত বেশি গরম হবে তা চুলের জন্য ততই ক্ষতিকর। গরম পানির প্রভাবে চুলের গোড়া কমজোর হয়ে পড়ে। তার ফলে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। এখানেই শেষ নয়। চুল অতিরিক্ত রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যায়। এর পাশাপাশি চুলের ডগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। চুল এতটাই রুক্ষ হয়ে যায় যে লালচে রং ধরে যেতে পারে। শুধু তাই নয়, চুলের সমস্ত জেল্লা হারিয়ে যায়। চুলের গঠন নষ্ট হয়। চুল আর আগের মতো মসৃণ, মোলায়েম থাকে না। তাই চুল পড়ার সমস্যা এড়াতে অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 
ভুল ম্যাসেজে বিপদ মারাত্মক! পরামর্শ বিশেষজ্ঞর
এটা অন্য জায়গায় হলে চুলের মুঠি ধরে বের করে দিত: ইমন
ঘরোয়া উপাদানেই রাখুন চুলের খেয়াল