করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে অনেকেই বিভিন্নভাবে সাবধানতা অবলম্বন করছেন। তারপরেও কিছু কিছু দিকে ভুলক্রমে খেয়াল করা হয়ে ওঠে না। যেমন করোনা ঠেকাতে অনেকেই এখন গ্লাভস ব্যবহার করে থাকেন। করোনাভাইরাস প্রথম থাবা বসায় হাতেই। এ কারণে অনেকেই হাত দুটো সুরক্ষিত রাখতে গ্লাভস ব্যবহার করছেন। তবুও গ্লাভস নিয়ে অনেক কিছু অজানা আছে। আর যে অজানার কারণে বিপদ ঘাড়ে চাপতে পারে।
বিজ্ঞাপন
কারণ গ্লাভস ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতি মেনে না ব্যবহার করলে থেকে যাবে সংক্রমণের ঝুঁকি।
গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি চলুন জেনে নিই-
বিজ্ঞাপন
- গ্লাভস পরলে আপনার হাতে হয়তো জীবাণু লাগবে না, কিন্তু জীবাণু গ্লাভসের গায়ে লেগে থাকে। এজন্য অনটাইম গ্লাভস হলে পরার পর সাবধানতার সঙ্গে খুলে ফেলে দিতে হবে। একাধিকবার যে সব গ্লাভস ব্যবহার করা যায় সেগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হবে।
- গ্লাভস পরা অবস্থায় নাক, মুখ বা শরীরের কোনো স্থানে স্পর্শ করবেন না
- গ্লাভসের সিলিকন, পলিথিন বা রবারের ওপরেই করোনাভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। এজন্য সাবধানতা দরকার।
- যদি কোথাও হাত দেয়ার প্রয়োজন পড়ে তবে টিস্যু ব্যবহার করুন। আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবেন। এমনকি গ্লাভসের উপর দিয়ে হাত ধোয়াও যাবে।
- গ্লাভস খোলারও রয়েছে একটি নির্দিষ্ট পদ্ধতি। দুইটি আঙুল দিয়ে হাতের কবজির সামনে থাকা গ্লাভসের অংশ টেনে সেটি খুলে ফেলুন। এরপর হাত ধুয়ে ফেলুন।
- গ্লাভস নির্দিষ্ট জায়গায় ফেলুন।
জিএ