ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কেমন হবে বসন্ত ও ভালোবাসা দিবসের সাজপোশাক

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

একই দিনে দুটি বিশেষ উৎসব—পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। বাঙালি বরাবরই এই দিনটি ঘটা করে উদযাপন করে থাকে। এ বছর ১৪ ফেব্রুয়ারিতে মিলবে বসন্তের আনন্দ আর ভালোবাসার উষ্ণতা।

বিজ্ঞাপন

image-19232-1737611193

বসন্ত উৎসবে সাধারণত নারীরা হলুদ বা সবুজ শাড়িতে নিজেদের সাজিয়ে তোলে, আর ভালোবাসা দিবসে অনেকেই লাল পোশাক পছন্দ করেন। তবে এবারের ১৪ ফেব্রুয়ারিতে যে যার মতো করে সাজতে পারেন—চাইলে কেউ বেছে নিতে পারেন হলুদ-সবুজ কিংবা লাল শাড়ি। পুরুষরাও হলুদ পাঞ্জাবি, লাল কিংবা যেকোনো উজ্জ্বল রঙের পোশাক পরে দিনটি উদযাপন করতে পারেন।

বিজ্ঞাপন

464440083_973380011473541_2070863204618457569_n

সাজগোজের টিপস

  • যেহেতু শীত কমে আসছে, তাই ভারী পোশাকের পরিবর্তে হালকা আরামদায়ক পোশাক পরতে পারেন।
  • বসন্তের রঙিন আবহে চুলে গুঁজে নিতে পারেন ফুল। লাল, হলুদ বা সাদা—যেকোনো রঙের ফুল পোশাকের সঙ্গে মানিয়ে নিন।
  • দিনের আলোতে খুব ভারী মেকআপ এড়িয়ে হালকা সাজ নিন।
  • ছেলেদের জন্য একটু জাঁকালো পাঞ্জাবি বেশ মানাবে।
  • বিকেলের ঠান্ডার জন্য সঙ্গে একটি শাল রাখতে পারেন।
  • মেয়েরা চুল খোলা না রেখে বেণি বা হাতখোপায় ফুল গুঁজে নিতে পারেন, যা পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলবে।
  • শাড়ির সঙ্গে গয়না ও ফুলের রঙের সমন্বয় ঠিক আছে কিনা, তা দেখে নিন।
  • নারীরা জামদানি, সিল্ক, সুতি বা জর্জেট শাড়ি পরতে পারেন। ডিজাইনার ব্লাউজ এ ধরনের শাড়ির সঙ্গে বেশ মানানসই হবে।
  • বাইরে বের হলে অবশ্যই সানগ্লাস রাখবেন এবং মুখে, গলায় ও হাতে সানস্ক্রিন লাগিয়ে নেবেন।
  • চোখের সাজে হালকা আইশ্যাডো, গাঢ় আইলাইনার ও কাজল ব্যবহার করতে পারেন।
  • ঠোঁটে লাল বা বাদামি ন্যুড শেডের লিপস্টিক লাগিয়ে কপালে লাল টিপ পরলে সাজ আরও ফুটে উঠবে।
  • যদি কোনো বড় অনুষ্ঠানে যান, তবে একটু গর্জিয়াস পোশাক, হালকা গয়না ও মেকআপ নিতে পারেন।
  • যেহেতু এখনও স্বাস্থ্য সচেতন থাকা জরুরি, তাই মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখার অভ্যাস বজায় রাখুন।

image-16922-1727932450

এই ১৪ ফেব্রুয়ারি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে উপভোগ করুন বসন্ত ও ভালোবাসার অনন্য উৎসব।

আরটিভি/জেএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |