ঈদ ফ্যাশন ২০২৫: প্যাস্টেলের কোমলতার সাথে থাকুক গাঢ় রঙের গ্ল্যামার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ০৫:২৭ পিএম


ঈদ ফ্যাশন ২০২৫: প্যাস্টেলের কোমলতার সাথে থাকুক গাঢ় রঙের গ্ল্যামার
ছবি: ফ্রিপিক

বছরটা যেন চোখের পলকেই কেটে যাচ্ছে, আর প্রতি বছরের মতো ঈদ উল ফিতরকে স্বাগত জানানোর প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

বিজ্ঞাপন

এই বছরের ঈদ ফ্যাশনে বৈচিত্র্য ও আধুনিকতার সমন্বয় দেখা যাচ্ছে। উৎসবের আমেজকে মাথায় রেখে প্যাস্টেল ও গাঢ়—দুই ধরনের রঙই রাজত্ব করছে ফ্যাশন দুনিয়ায়।

464440083_973380011473541_2070863204618457569_n

বিজ্ঞাপন

প্যাস্টেল রঙের মোহনীয়তা
যারা হালকা ও আরামদায়ক রঙ পছন্দ করেন, তাদের জন্য প্যাস্টেল রঙের পোশাক আদর্শ। এই বছর পাউডার ব্লু, ব্লাশ পিংক, ল্যাভেন্ডার ও মিন্ট গ্রিন বিশেষ জনপ্রিয়। সূক্ষ্ম এমব্রয়ডারি করা ব্লাশ পিংকের আনারকলি বা লেস-ডিজাইন করা মিন্ট গ্রিন কামিজ সেট পরিধান করলে অনন্য লুক তৈরি হয়। এছাড়া, হ্যান্ড পেইন্টেড শাড়ির চলও বেশ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ফুলেল নকশা ও মোটিফের ছোঁয়া রয়েছে। সকালে সাদা কাফতানের সৌন্দর্য অনন্য, যা রূপার গয়নার সঙ্গে দারুণ মানিয়ে যায়।

hggjgkik

গাঢ় রঙের গ্ল্যামার
গাঢ় রঙের পোশাক তাদের জন্য, যারা আত্মবিশ্বাস ও শক্তিশালী উপস্থিতি ফুটিয়ে তুলতে চান। গাঢ় সবুজ, উজ্জ্বল মেজেন্টা ও আকর্ষণীয় লাল এই বছর বিশেষভাবে ট্রেন্ডে রয়েছে। জারদৌসি কাজ করা ম্যাজেন্টা কামিজ, সূক্ষ্ম এমব্রয়ডারি করা লাল কাফতান বা সোনালি সুতার ওড়নার সাথে লাল কামিজ সেট একদিকে ঐতিহ্যবাহী, অন্যদিকে আধুনিক। অ্যান্টিক সোনার গয়না, বোল্ড মেকআপ এবং গাঢ় লিপস্টিকের সঙ্গে এই পোশাকগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ডিজাইন ও কাটছাঁট
এবারের ঈদ ফ্যাশনে লম্বা হেমলাইন, ভারি ঘের ও সূক্ষ্ম হাতে কাজ করা নকশার ব্যবহার লক্ষণীয়। রেশম ও আরি কাজের সংযোজন যে কোনো পোশাককে উচ্চমাত্রার নান্দনিকতা দেয়। কাফতান, অনারকলি ও শাড়িতেও এই কারুকাজ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

bfhbdfbd

অনুষঙ্গ ও স্টাইলিং
সাজকে পরিপূর্ণ করতে অনুষঙ্গের গুরুত্ব অপরিসীম। প্যাস্টেল পোশাকের সঙ্গে মুক্তার গয়না ও ন্যুড টোনের জুতো মানানসই, অন্যদিকে গাঢ় রঙের পোশাকের সঙ্গে মোটা সোনার গয়না, এমব্রয়ডারি করা পটলি ব্যাগ বা ঐতিহ্যবাহী খুসসা জুতা সাজে বিশেষ মাত্রা যোগ করে।

464440083_973380011473541_2070863204618457569_n

ব্যক্তিগত স্টাইলের গুরুত্ব
ঈদের ফ্যাশন মূলত ব্যক্তিত্ব ও ঐতিহ্যের সম্মিলন। কেউ হয়তো সাদা কাফতানের কোমল সৌন্দর্যে আকৃষ্ট হবেন, আবার কেউবা বেছে নেবেন গাঢ় সবুজ আনারকলির বোল্ড লুক। ব্যক্তিগত রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাকই সবচেয়ে আকর্ষণীয়, যা একজনকে আত্মবিশ্বাসী ও উজ্জ্বল করে তোলে।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission