দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার মধ্যে রাজধানী ঢাকাতেই বেশি আক্রান্ত ও মৃত। সারাদেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ২২১ জন। এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জন মারা গেছেন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। অপরদিকে মৃত ৪৭ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন ও বাড়িতে ৩ জন।
গেল ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭৪ জনে। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৭ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও রংপুরে ৪ জন। করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৬ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীর বিভিন্ন এলাকায় আক্রান্তদের সংখ্যা হলো- মিরপুর এলাকা ৩,২২৯, উত্তরা ১,১৪৫, মোহাম্মদপুর ১,০৪৫, ধানমন্ডি ১,০২৭, যাত্রাবাড়ী ৭৮৬, মহাখালী ৭৪০, মুগদা ৭৩১, খিলগাঁও ৬৮৬, রামপুরা ৫৯৫, বাড্ডা ৫৮৭, গুলশান ৫৬৫, মগবাজার ৫৪৯, তেজগাঁও ৫১০, লালবাগ ৪২৭, বাসাবো ৩৬১, কাকরাইল ৩৪০, মালিবাগ ৩২৬, বসুন্ধরা আবাসিক এলাকা ৩১৮, বনানী ৩১৬, আদাবর ৩০৩, বনশ্রী ২৭৭, শাহবাগ ২৬৯, রমনা ২৬৩, রাজারবাগ ২৫৮, ওয়ারী ২৪৭, গেন্ডারিয়া ২৪৭, পল্টন ২৩৩, শান্তিনগর ২২৪, আজিমপুর ২২০, হাজারীবাগ ২১৩, মতিঝিল ২১০, কলাবাগান ২০৮, ডেমরা ২০৩, আগারগাঁও ১৫৯, শ্যামলী ১৫৬ ও পোস্তগোলা ৫ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি