ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জিনিয়াকে অপহরণের ঘটনায় লোপা ২ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ০৬:৩৬ পিএম


loading/img
জিনিয়া

ফুল বিক্রেতা জিনিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার নূর নাজমা আক্তার লোপা তালুকদারের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা মহানগরের হাকিম নিভানা খায়ের জেসির আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার আদালত জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন।

এর আগে পুলিশ আসামি লোপাকে আদালতে হাজির করে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবার মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে। এ ঘটনায় নূর নাজমা আক্কার লোপা তালুকদার (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। 

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |