দেশে বিভিন্ন সময়ে তালেবান-ইবলিশ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই চেষ্টা কখনো সফল হবে না বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আর অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দাবি করছেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রাজাকার-আলবদর মতাদর্শের লোকজন রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো’ প্রতিপাদ্যে শাহবাগে সামনে গণঅবস্থান শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাংবাদিক আবেদ খান প্রমুখ।
অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের উৎখাত করতে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালানো হচ্ছে। এসব সাম্প্রদায়িক ঘটনার আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন প্রশাসনের কিছু লোকজন।কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রাজাকার-আলবদর মতাদর্শের লোকজন রয়েছে। যে কারণে মাইকিং করে হামলা করার ঘোষণার পরও তা রুখে দেওয়া যায় না।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, বাংলাদেশে আল কায়েদা আইএসের অস্তিত্ব থাকার কারণে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল হামলার পর লোকদেখানো গ্রেপ্তার ও বিচার হয়। কিন্তু প্রতিনিয়ত বিচার বিলম্বিত হচ্ছে।
এফএ/পি