ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

পহেলা বৈশাখে গুলশান রানার্স সোসাইটির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ , ১১:১৭ এএম


loading/img

চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করেছে গুলশান রানার্স সোসাইটি।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে গুলশান লেকপার্কে এ আয়োজন করে হয়। এতে সবার মাঝে বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।  অনুষ্ঠানে নানা রঙের সাজ পোশাকে শিশুসহ সববয়সী মানুষ অংশ নেন।

এতে গুলশান রানার্স সোসাইটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় জসিম উদ্দিন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই। এটিই নতুন বছরের প্রত্যাশা।

এদিকে, বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে রমনা পার্কসহ বিশ্ববিদ্যালয় এলাকার পুরোটাই ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তা চাদরে। শুধু রাজধানী ঢাকাই নয় এ উপলক্ষে সারাদেশেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যৌথভাবে কাজ করছে সব সংস্থা।

সার্বিক নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে বসানো হয়েছে কন্ট্রোল রুম, অবজারভেশন পোস্ট ও চেক পোস্ট। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি থাকছে গোয়েন্দা দলের সদস্য, বোমা ডিসপোজাল টিম ও মেডিক্যাল টিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |