ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মামুনুল হকসহ হেফাজতের ১৪ নেতার ঈদ হবে কাশিমপুর কারাগারে 

আরটিভি নিউজ

বুধবার, ১২ মে ২০২১ , ১২:০২ পিএম


loading/img
মামুনুল হক

মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মে) রাতে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে। ঈদুল ফিতরের সময় এই ১৪ নেতা কাশিমপুর কারাগারেই থাকবেন। 

বিজ্ঞাপন

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেবদুলাল সংবাদমাধ্যমকে বলেন, মামুনুল হকসহ আরও অনেকেই গ্রেপ্তারের পর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  

আরও পড়ুন... স্কুলছাত্রীর ব্যাগে সেক্স টয়, ছবি শেয়ার করে বরখাস্ত নিরাপত্তারক্ষী

প্রসঙ্গত, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলাম মাদানীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। পরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এরপর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন।  

এমআই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |