ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ , ১০:৫৩ পিএম


loading/img
প্রবাসী নির্মাণ শ্রমিক। ছবি: সংগৃহীত

বিভিন্ন খাতে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের দেশ রোমানিয়া। তবে কোন কোন সেক্টরে লোক লাগবে, আর কোন কোন সেক্টরে বাংলাদেশ লোক দিতে পারবে, তা বিবেচনা করা হবে। এ পর্যন্ত রোমানিয়ায় এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোমানিয়ায় জনশক্তি রপ্তানির ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্যা হলো বাংলাদেশে রোমানিয়ার মিশন নেই। তারা ভারতে থাকা মিশন ব্যবহার করতে চাচ্ছে। আমরা আমাদের এখানে মিশন খুলতে অনুরোধ করেছি। কারণ, এর মধ্যে যারা আবেদন করেছেন, তাদের ওয়ার্ক পারমিট আসেনি। তাই কনস্যুলার সেবা ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছি।  

বিজ্ঞাপন

মোমেন বলেন, শ্রমিক পাঠানোর বিষয়টি দেখবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এটি হবে সরকার টু সরকার পর্যায়ে। 

রোমানিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।

এনএইচ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |