ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সহিংসতার প্রতিবাদে আবৃত্তিশিল্পী সংসদের প্রতিবাদ সমাবেশ

শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ , ০৭:০৬ পিএম


loading/img

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আজ (২২ অক্টোবর) বেলা ১১টায় ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’-এর আয়োজনে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে 'প্রতিশোধ নয়, প্রতিরোধ : সম্প্রীতির বাংলাদেশ'—এই স্লোগানকে ধারণ করে আবৃত্তিশিল্পীরা সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাসমূহের নিন্দা জ্ঞাপন করেন এবং ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 
বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জাতীয় কমিটির আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা এবং বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের শিল্পীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী সুইটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।   

বিজ্ঞাপন

টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |