ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পর বাস ভাড়ার দাম বাড়ল। আজকে (রোববার) রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে পরিবহন মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক শেষে বাস ভাড়া বাড়ানোর পরেই সড়কে বাস নেমেছে।
রাজধানীর ফার্মগেট, গুলিস্তান, বাংলামোটর, মিরপুর, উত্তরা এবং সাভারের সড়ক-মহাসড়কে গণপরিবহন চলতে শুরু করেছে।
সরেজমিন দেখা গেছে, গুলিস্তান-উত্তরা, মিরপুর ও গাবতলী বাস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের নিয়ে গণপরিবহন গন্তব্যস্থলে ছুটছে। সব রুটে চলছে গণপরিবহন।
মমিনুল নামের সাভার পরিবহনের এক যাত্রী অভিযোগ করেন, পাঁচ টাকার ভাড়া ১০ টাকা দিলেও বাস কর্তৃপক্ষ ২০ টাকা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় পরিবহন শ্রমিকদের সঙ্গে তার বিতণ্ডা হয়েছে। একই বাসের যাত্রী নান্না শেখ অভিযোগ করেন, বাস চলে সিএনজিতে। তবুও তারা বেশি ভাড়া নিচ্ছে।
সাভার পরিবহনের চালক আলমাস জানান, মালিকের নির্দেশেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তারা জানান, পথে পথে চাঁদা দিয়েই ধর্মঘটের মধ্যেও গাড়ি চালাতে হচ্ছে। তাই তারা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।
ঠিকানা পরিবহনের চালক মফিজ মিয়া বলেন, পেটের দায়ে গাড়ি চালাতে হচ্ছে। সাপ্তাহিক কিস্তি আর সংসার চালাতে এমনটা করতে হচ্ছে তাদের।
এফএ/এসকে