ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

কর্নেল (অব.) শওকত আলীর প্রয়াণ দিবসে স্মরণ সভা

আরটিভি নিউজ

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ , ০৭:০৫ পিএম


loading/img
কেন্দ্রীয় শহীদ মিনারে কর্নেল (অব.) শওকত আলীর প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল (অব.) শওকত আলীর প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

কর্নেল (অব.) শওকত আলী ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ৭১ ফাউন্ডেশন, জাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলী স্মৃতি পরিষদ ও কর্নেল (অব.) শওকত আলী ফাউন্ডেশন-এর উদ্যোগে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী। মুসপের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন হাসান-উজ-জামান।

বিজ্ঞাপন

কর্নেল (অব.) শওকত আলীর সংগ্রামী কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী আবু সাঈদ সাগর, বিচারপতি ফরিদ আহমেদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, পুলিশের সাবেক আইজি শহিদুল হক, ডা. খালেদ শওকত আলী।

সভায় মেরিনা শওকত আলী তার বাবার স্মরণে সংগীত পরিবেশন করেন।

এছাড়াও স্মৃতি রোমন্থন করে আলোচনা করেন ৭১ ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক ড. জেবুন নাহার, ব্যারিস্টার উদয় শওকত আলী প্রমুখ। আলোচকগণ পাঠ্য পুস্তকে শওকত আলীর বীরত্বগাথা তুলে ধরার আহ্বানের পাশাপাশি তার স্বপ্ন জাতির পিতার অসমাপ্ত দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহবান জানান।

বিজ্ঞাপন

কেএফ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |