ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আজ বই বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ , ০৯:৩৮ এএম


loading/img
ফাইল ছবি

নতুন শিক্ষাবর্ষের বই উৎসব না হলেও আজ বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কর্মসূচি উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। তবে এ বছর সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা নতুন বই পাবে।

আরএ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |