চমক নয়, এটা যেন তার প্রতিজ্ঞা। প্রতি বছর এই কাজটি করেন তিনি। সংখ্যানুপাতিক হারে ডুব দিয়ে নতুন বছরকে বরণ করা যেন তার নিয়মে পরিণত হয়েছে। তাইতো হিমশীতল পানিতে টানা ৪৫ মিনিট ধরে নতুন বছরকে বরণ করতে ২০২২টি ডুব দিলেন।
খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে শনিবার লালবাঁধের ঠান্ডা পানিতে পরপর ২০২২টি ডুব দিয়ে ব্যতিক্রমী এই কাজটি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত। এমন অবাক কাণ্ড করে সকলকে চমকে দিয়েছেন তিনি। তবে এটিই প্রথম নয়, এই কাজটি তিনি গত ৫ বছর ধরেই করে চলেছেন।
এমনটা দাবি জানিয়ে সদানন্দ বলেন, বছর পাঁচেক আগে আমার মাথায় আসে জলে ডুব দিয়ে বিশ্বরেকর্ড করার। কিন্তু কত সংখ্যক ডুব দিলে তা সম্ভব, সেটি আমার জানা নেই। তাই স্থির করি, বছরের সংখ্যা ধরেই ডুব দেব। সেই থেকে প্রতি বছর ডুব দিয়ে আসছি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সদানন্দ আরও বলেন, ‘আমি জানি না বিশ্ব রেকর্ড করতে গেলে কীভাবে আবেদন করতে হয়। তবে আমি যত দিন বাঁচব, তত দিন এভাবেই বর্ষবরণ করে যাব। বিষ্ণুপুর শহরের মানুষ ও পর্যটকরা এটা দেখতে প্রত্যেক বছর আসেন। আমাকে উৎসাহ দেন। এটাই আমার প্রেরণা।’
সদানন্দের এই অভিনব কায়দায় বর্ষবরণ উপভোগ করেছেন বিষ্ণুপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও। হাড় কাঁপানো শীত বা প্রখর গ্রীষ্মেও নিয়মিত লালবাঁধে হাজির হয়ে সাঁতারের নানা কৌশল তিনি অনুশীলন করেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
পি