ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

‘ভাসমান জনগোষ্ঠী পাবে জনসনের টিকা’

আরটিভি নিউজ

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ , ১০:২৭ পিএম


loading/img
জনসনের টিকা

দেশের ভাসমান জনগোষ্ঠী করোনাভাইরাস টিকার আওতায় আসছেন বলে জানিয়েছেন কভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। রোববার থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ডা. শামসুল হক স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর হিসেবে রয়েছেন।

ডা. শামসুল হক বলেন, সারাদেশে ছয় লাখ ভাসমান মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। এরমধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার এবং দেশের অন্যান্য এলাকায় তিন লাখ ১৫ হাজার মানুষ টিকার আওতায় আসবেন। ভাসমান জনগোষ্ঠীর নির্ধারিত কোনো ঠিকানা নেই, এ কারণে তাদের সিঙ্গেল ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা আগে থেকে টিকার আওতায় এলেও কওমি মাদ্রাসার ৩০ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনের বাইরে রয়েছে। বাইরে থাকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাবে বলে জানান ডা. শামসুল হক।

ডা. শামসুল হক বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে কেন্দ্রও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওইসব কেন্দ্রে ফাইজারের টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে শিক্ষার্থীদের তালিকা অধিদপ্তরে পাঠানো হবে। ওই তালিকা ধরে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হবে।

এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |