ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাসায় ফিরলেন আবুল মাল আবদুল মুহিত

আরটিভি নিউজ

শনিবার, ১২ মার্চ ২০২২ , ০২:৫২ পিএম


loading/img
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।। ফাইল ছবি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখন তিনি রাজধানীর বনানীর বাসায় রয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) তিনি বাসায় ফেরেন।

বিজ্ঞাপন

আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৬ মার্চ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, আবুল মাল আবদুল মুহিত এখন ভালো আছেন, সুস্থ আছেন। তার খাওয়াদাওয়া কমে গেছে। এখন তেমন কিছু খান না। ডাক্তার খাওয়াদাওয়া বাড়াতে বলেছেন। আমরাও চেষ্টা করি। তবে তিনি দুর্বল হয়ে গেছেন।

বিজ্ঞাপন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত ৫ মার্চ রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |