বিয়ে ও তালাক নিবন্ধকদের (কাজি) অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার (২১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, কাজি সাহেবরা অনেক সময় দুই রকমের খাতা ব্যবহার করেন। তারা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি টাকা নেন। এটি বন্ধ করার জন্য নজরদারি বাড়ানোর পাশাপাশি যারা অতিরিক্ত টাকা নিচ্ছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে।
তিনি আরও বলেন, তালাক নিবন্ধনের নকল দিতে নিবন্ধকেরা টাকা নেন। কিন্তু আইন অনুযায়ী এর জন্য টাকার প্রয়োজন নেই। তবুও তারা নেয়।
বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থে ‘মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) বিধিমালা’ আধুনিক ও যুগোপযোগী করতে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বৈঠকে আইন মন্ত্রণালয় জানায়, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিবাহ নিবন্ধক সরকারি কোষাগারে ৭ কোটি ৮৫ হাজার ৪৫৮ টাকা জমা দিয়েছেন।
শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আবদুল মজিদ খান ও রুমিন ফারহানা।