ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

২০ রোজার মধ্যে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

গার্মেন্টস শ্রমিকরা সব সময়ই নির্যাতিত জানিয়ে বক্তারা বলেন, যেকোনো উৎসবের আগে মালিকরা নানা অজুহাতে আমাদের ঠকায়। অনেক সময় বোনাস ও বকেয়া বেতন দিতে দেরি করে। কখনো আবার ঈদের পরেও দেয়। সুযোগ পেলে না দেওয়ারও পাঁয়তারা করে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তরা আরও বলেন, ঈদকে সামনে রেখে আনন্দ তো দুরের কথা বেতন-বোনাসের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। গার্মেন্টস মালিকদের বলব, শ্রমিকদের সঙ্গে অন্যায় করবেন না। ২০ রমজানের মধ্যে ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধ করে দিন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |