ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

রাইসিনা ডায়ালগে যোগ নিতে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ

আরটিভি নিউজ

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ০৭:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

রাইসিনা ডায়ালগে অংশ নিতে আজ ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞাপন

ওই ডায়ালগ (২৫-২৭ এপ্রিল) নয়াদিল্লির তাজ প্যালেসে অনুষ্ঠিত হবে। এতে প্রতিমন্ত্রী প্যানেল আলোচনায় স্পিকার হিসেবে অংশগ্রহণ করবেন।

আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি (এমইআইটি) মন্ত্রী এবং ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়াও বাংলাদেশ এবং ভারতের মধ্যে আইটিঅ্যান্ডই (তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স) ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বিষয়ে সম্প্রসারিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আগামী ২৮-২৯ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত আইটি সামিট ২০২২ এ অংশগ্রহণ এবং ত্রিপুরা হাইটেক পার্ক পরিদর্শন করবেন এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠক করার কথা রয়েছে। তিনি আগামী ৩০ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, রাইসিনা ডায়ালগ হচ্ছে, একটি বহুপাক্ষিক ফ্ল্যাগশিপ সম্মেলন। এই ডায়ালগ আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতির বিষয়ে ২০১৬ সাল থেকে প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত ডায়ালগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বেসরকারি খাতের প্রধান নির্বাহী এবং স্থানীয় সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন বৈশ্বিক নীতিনির্ধারকগণ অংশগ্রহণ করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |