বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সম্পর্ককে আরও দৃঢ় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেন। তারা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন্ট কনসালটেশন কমিশন (জেসিসি) বৈঠকের পরবর্তী রাউন্ড আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ড. মোমেন বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী।দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব থাকায় অনেক বড় বড় সমস্যা সমাধান হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, তিস্তা চুক্তিসহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হতে পারে।
ড. মোমেন দু’দেশের মধ্যে শক্তিশালী ব্যবসা-বাণিজ্যের ওপর জোর দেন। পাশাপাশি তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে ভারতের সমর্থনও চান।
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, করোনা মহামারি চলাকালে যখন সারা বিশ্ব স্থবির ছিল তখনও ভারত এবং বাংলাদেশ চমৎকার সম্পর্ক বজায় রেখে চলেছে।
প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রশংসা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন হয়েছে।
এস জয়শঙ্কর মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ সমাধানের আশ্বাস দেন। এ ছাড়া তিনি উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।