ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

প্রয়োজন হলে চাল আমদানিতে ট্যাক্স কমানো হবে : খাদ্যমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ৩০ মে ২০২২ , ০৫:৫৬ পিএম


loading/img
ফাইল ছবি

অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে।  

বিজ্ঞাপন

সোমবার (৩০ মে) সচিবালয়ে বোরো মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

জুনের মধ্যে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ বোরো সংগ্রহ করতে হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কর্মসূচি সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।  

বিজ্ঞাপন

এ ছাড়া চুক্তিবদ্ধ চাল আগে সরবরাহকারী মিল মালিকদের প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। 

তিনি বলেন, বিভিন্ন করপোরেট হাউস বাজার থেকে ধান-চাল কিনে কোনো কৃত্রিম সংকট তৈরি করছে কিনা, খতিয়ে দেখতে হবে। 

ধান-চালের বাজারে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ধান-চাল সংগ্রহের সময় কোনো কৃষক কিংবা মিল মালিক যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |