ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদের দিন কারাবন্দিদের খাবারে যা থাকবে

আরটিভি নিউজ

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ০৭:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

অন্যান্য বছরের মতো এ বছরও কারাবন্দিদের জন্য উন্নত খাবারের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

কারা কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, কারাগারের অভ্যন্তরেই ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে কারাবন্দিদের সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগারে থাকা বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ঈদের দিন বন্দিদের জন্য তিনবেলাই উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালের মেন্যুতে থাকবে পায়েস, মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ, মিষ্টি, পান, সুপারি। রাতের মেনুতে থাকবে ভাত, সবজি ও মাছ।

বিজ্ঞাপন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, সরকার নির্ধারিত বাজেটে ঈদের দিনে বন্দিদের উন্নত খাবার দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যরা বন্দিদের সঙ্গে দেখা করতে পারবেন। মোবাইলেও কথা বলার সুযোগ থাকছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |