দুর্ঘটনা এড়াতে নিজ জেলার বাহিরে মোটরসাইকেল চলাচল স্থায়ী বন্ধ চায় টাস্কফোর্স কমিটি।
বুধবার (২৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে টাস্কফোর্সের সভায় এ সুপারিশ করা হয়।
সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নে এ টাস্কফোর্স গঠিত হয়।
সভা শেষে টাস্কফোর্সের সদস্য শ্রমিক নেতা শাজাহান খান বলেন, ঈদের আগে মোটরসাইকেল চলাচলে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, আজকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। মোটরসাইকেলে বেশি দুর্ঘটনা হয়, সেজন্য সেটাকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদে এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় দুর্ঘটনায় হতাহত কম হয়েছে। স্থায়ীভাবে এ চলাচল বন্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তবে আমরা এটাকে বাস্তবায়নের জন্য বলেছি। তবে এখনও স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়নি।
শাজাহান খান বলেন, পরিবহন শ্রমিকদের ডোপ টেস্ট নিশ্চিত করার পর নতুন লাইসেন্স দেওয়ার পক্ষে মত দিয়েছে টাস্কফোর্স কমিটি। চালকদের দ্রুত নিয়োগপত্র দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।