ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শরীরে রোগ না থাকাই সুস্থতা নয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ , ০৬:০২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শরীরে কোনো রোগ না থাকার মানেই সুস্থতা নয়। শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ ভালো থাকাই সুস্থতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশে মেন্টাল হেলথ নেটওয়ার্ক আয়োজিত ‘ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলিবিং কার্ণিভাল’ শীর্ষক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, পারিবারিক অশান্তি, সামাজিক দ্বন্দ্ব, প্রেম-বিরহ, পরকীয়া আসক্তি, ঝগড়া-কলহ প্রভৃতি থেকে মানসিক সমস্যার সৃষ্টি হয়। তরুণ প্রজন্মের একটি অংশ মানসিক সমস্যা থেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। যা আমাদের জন্য অশনি সংকেত। আমাদের ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম মানসিক সুস্বাস্থ্যে সহায়ক ভূমিকা পালন করে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে বর্তমান সরকার। এ সরকারের আমলেই ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২’ এবং ‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮’ প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শকিকুল ইসলাম ও সাজেদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজর ডা. আশিক সেলিম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |