ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কৃষকদের জেলে পাঠানোয় খেপলেন তারানা হালিম

আরটিভি নিউজ

শনিবার, ২৬ নভেম্বর ২০২২ , ১১:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

পঁচিশ হাজার টাকা খেলাপি ঋণের মামলায় ১২ কৃষককে জেলে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী তারানা হালিম।

বিজ্ঞাপন

শনিবার (২৬ নভেম্বর) তারানা হালিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘অন্যায়/বৈষম্য’ শিরোনামে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘সমবায় ব্যাংকের পঁচিশ হাজার টাকার খেলাপি ঋণের মামলায় গরিব জেলেরা জেলে যায়, আর পঁচিশ হাজার কোটি টাকার ঋণ খেলাপিরা আরামে ঘুমায়।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘চাই সমতা। আমি গ্রেপ্তার হওয়া কৃষকদের মুক্তির জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে ওই ২৫ হাজার টাকা আমরা দিয়ে দেব।’

উল্লেখ্য, পাবনায় সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়ার মামলায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১২ কৃষককে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |