ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না

আরটিভি নিউজ

রোববার, ২৭ নভেম্বর ২০২২ , ০৬:১৭ পিএম


loading/img

পথশিশুদের জন্মনিবন্ধনের আওতায় আনতে সহজ করা হয়েছে। এখন থেকে তাদের মা ও বাবার পরিচয় না থাকলেও জন্মনিবন্ধন কর যাবে। এ সংক্রান্ত সফটওয়্যারের জটিলতা গত ২৬ জুলাই নিরসন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের (জন্ম ও মৃত্যু নিবন্ধন) পক্ষে হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।

এর আগে হাইকোর্ট দেশের ১৬ লাখ পথশিশুকে জন্মনিবন্ধনের আওতায় আনতে রুল জারি করে। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্মনিবন্ধনের ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ কী নেওয়া হয়েছে, তাও অগ্রগতি প্রতিবেদন আকারে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ হাইকোর্টে এ প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, পথশিশুদের নিবন্ধনের ক্ষেত্রে সফটওয়্যারে সাময়িক সমস্যা ছিল। অর্থাৎ জন্মনিবন্ধনে মা-বাবার জাতীয় পরিচয়পত্র বাধ্যবাধকতা ছিল। যা ২৬ জুলাই প্রত্যাহার করা হয়েছে। তার পর থেকে মা-বাবার জন্মনিবন্ধন তথ্য ছাড়াই ৩৪ লাখ ৫৬ হাজার ৭৫৭টি জন্মসনদ তৈরি হয়েছে।

স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট সংগঠনের পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি বল হাইকোর্টে রিটটি করেন। রিটে এ সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |