ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পথশিশুদের বিনামূল্যে বই বিতরণ, সম্মাননা পেলেন সেই কাজী সোহান

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩০ পিএম


loading/img
ছবি: আরটিভি

পথশিশুদের হাতে ২২ বছর ধরে বিনামূল্যে বই বিতরণসহ নানা ধরনের মানবিক সেবামূলক কাজ করা কুষ্টিয়ার কাজী সোহান শরীফকে সংবর্ধনা দিয়েছে লালন সঙ্গীত চর্চা ও গবেষণা কেন্দ্র। একই অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আরটিভির স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) শেখ হাসান বেলালকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি সংলগ্ন চর্চা কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার, সঙ্গীত শিল্পী, দৃষ্টি প্রতিবন্ধী সুজন রহমান। 

লালন গবেষক ড. তুহিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি সুফি সাজেদুল ইসলাম ডালিম, সিনিয়র সাংবাদিক কাজী ওয়াসি উর রহমান, লালন গবেষক ও সংগঠক এস এস রুশদি, আরটিভির কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল প্রমুখ। 

বিজ্ঞাপন

0

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরবে কাজ করে যাওয়া কাজী সোহানদের সামনে আনতে আনতে হবে। অনুষ্ঠানে কাজী সোহানকে উত্তরীয় পরিয়ে বরণ করে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

এ সময় কাজী সোহান জানান, বাকি জীবন পথশিশুদের মধ্যে বই বিতরণসহ প্রতিবন্ধীদের সেবামূলক কাজ করে যাবেন। উৎসাহ দেওয়ার জন্য তিনি আরটিভি ও লালন সঙ্গীত চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, লালন গবেষক, শিল্পী ও সংগঠকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি আরটিভিতে কাজী সোহানের দীর্ঘ ২২ বছরের সেবামূলক কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |