ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়’

আরটিভি নিউজ

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ , ০৯:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য শতভাগ মাসিক ভাতা, শিক্ষা উপবৃত্তি ও কর্মমুখী প্রশিক্ষণ চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের অন্য দশজন মানুষের মতোই স্বাভাবিক জীবন-যাপন করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় আসার আগে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কোনো কর্মসূচি বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার দেশকে সবক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখন সমাজের মূলস্রোতে চলে এসেছে। সরকারের নানা কর্মসূচির ফলে প্রতিবন্ধীরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছে।

সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |