ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সুরক্ষা: পাল্টাতে হবে সমাজের দৃষ্টিভঙ্গি

আরটিভি নিউজ

বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ , ০৪:১২ পিএম


loading/img
ফাইল ছবি

দিনের পর দিন বঞ্চনার শিকার হয়ে আসার লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ৮০ শতাংশই আজ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। হয়রানি ও বৈষম্যে শিকার হয়ে অকালেই তাদের ছাড়তে হয় স্কুল, পরিবার ও সমাজ। তবে তাদের সমাজের মূলধারায় যুক্ত করতে শিক্ষা ব্যবস্থায় তাদের অন্তর্ভুক্তি ও পরিবারের সহায়তা প্রয়োজন।

বিজ্ঞাপন

বুধবার (২০ ডিসেম্বর) লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর নিরাপত্তা ও শিক্ষা কর্মসূচি নিয়ে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর রায়ের বাজারে এক কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করে সম্ভব ফাউন্ডেশন নামে এক অলাভজনক সংস্থা।

এতে আলোচক হিসেবে অংশ নেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মাহাদী হাসান, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার জাহিদা পারভেজ ছন্দা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রিফাত মুনমুন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক কমিটির সদস্য নজীব আহম্মেদ, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন ও ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আজিজুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী নিয়ে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়। এরপর সম্ভব ফাউন্ডেশনের সেক্রেটারি মো. লোকমান হাকিম সংগঠনের কার্যক্রম ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীদের সুরক্ষায় করণীয় কথা বলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |