ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মার্কিন পুলিশের আমন্ত্রণে অংশ নিলেন বাংলাদেশের আরিফ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ , ১২:৩১ পিএম


loading/img

বিশ্ব মোড়লদের প্রধান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিবর্ষণ, হত্যা যেন থামছেই না। দেশটির শিশুদের নিরাপত্তা ইস্যুতে টালমাটাল হতে হয়েছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনকে।

বিজ্ঞাপন

বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টায় দেশটির ক্যানসস রাজ্য পুলিশের আমন্ত্রণে ‘স্কুলে বন্দুক হামলা ঠেকাতে করণীয়’ শীর্ষক এক অনলাইন কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মশালায় অংশ নেন জাতিসংঘ, ইউরোপীয় সংসদসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিশুদের প্রতিনিধি আরিফ রহমান শিবলী ও ক্যানসস রাজ্যের উচ্চপর্যায়ের পুলিশ অফিসারসহ বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বাইডেন প্রশাসনের পক্ষে অংশ নেওয়া ভ্যাসনা বলেন, এ সকল সন্ত্রাসীদের আমরা মানসিক রোগী আখ্যা দিয়ে নিরুৎসাহিত করছি। বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে এবং তাদের প্রতিহত করতে হবে শক্তিশালীভাবে।

বাইডেন প্রশাসনের পক্ষে অংশ নেওয়া বরোটা বলেন, দেশটির বিভিন্ন রাজ্যে একের পর এক বন্দুক হামলায় শিশুরা মানসিকভাবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে। এতে মানসিক স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় বেড়েছে।

এ সময় শিশু অধিকার বাস্তবায়নে কাজ করায় ‘ইউনিসেফ’, ‘সেভ দ্য চিলড্রেনস’ পদক প্রাপ্ত বাংলাদেশের আরিফকে সম্মান জানিয়ে মার্কিন সফরে আমন্ত্রণ জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শিশুদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের আরিফ এখন পর্যন্ত ১০৭টি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন। জাতিসংঘ ৭৫ পোস্টারেও স্থান পেয়েছে এই বাংলাদেশির ছবি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |