ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমন জারি 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ , ১১:৫১ পিএম


loading/img

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার (২ মার্চ) এ সমন জারি করেন।

বিজ্ঞাপন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাপের যুক্তরাষ্ট্রে ‘বাড়ি’ নিয়ে দুদকে ব্যারিস্টার সুমন অভিযোগ করার পরে আদালতে এ মামলা করেন গোলাপ। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেন।

এ মামলায় আগামী ২৩ মার্চ সশরীরে আদালতে হাজির হয়ে তাকে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি সায়েদুল হক সুমন ফেসবুকে সংসদ সদস্য গোলাপ সম্পর্কে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি বলেছেন- আবদুস সোবহান গোলাপ ২০১৪-২০১৫ সালে সংসদ সদস্য হয়ে অর্থ পাচার (মানি লন্ডারিং) করেছেন। তার এই বক্তব্য সত্য নয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |