ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজ মূল্য বেড়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

রোববার, ০২ এপ্রিল ২০২৩ , ১০:২৪ পিএম


loading/img

বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজ মূল্য বেড়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বিজ্ঞাপন

রোববার (২ এপ্রিল) বিকেলে সেগুনবাগিচাস্থ রয়েল ইন ঢাকা রেস্টুরেন্ট রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‌‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি চলছে। সৌদি রিয়ালের বিনিময় মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে। এখন ১ লাখ ১৮ হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই হজ নিবন্ধন সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামীতে বিমান ভাড়া নির্ধারণে বিশেষ কমিটি করতে হবে। নির্ধারিত ফ্লাইট বিবেচনায় বিমান ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। তবে বিতর্ক এড়িয়ে বিমান ভাড়া নির্ধারণে স্থায়ী কাঠামোর কথা ভেবে দেখা দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমেদ সরদার বক্তব্য রাখেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |