পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। তাদের সঙ্গে আগামী ৫০ বছর আরও কীভাবে উন্নত করতে পারি, আরও শক্তিশালি করতে পারি; সেসব নিয়ে আমরা আলোচনা করব।
ওয়াশিংটন স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক হবে। আমরা আশা করব, যুক্তরাষ্ট্র খুনিদের জন্য আশ্রয়স্থল হবে না।
মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আইনের দেশ। সেখানকার বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আর আইনের দেশে একজন খুনি মিথ্যা তথ্য দিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছে। আমরা এটা তুলে ধরব।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে ব্লিঙ্কেন-মোমেন।