ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কোরবানির পশুর হাটে ইউটিউবারদের ভিড়

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জুন ২০২৩ , ০৮:৫২ পিএম


loading/img

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে। যদিও কেনাবেচা এখনও তেমন শুরু হয়নি। হাটে ক্রেতাদেরও আনাগোনা নামমাত্র। তবে হাটজুড়ে ইউটিউবারদের ভিড় দেখা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জুন) রাজধানীর অন্যতম বড় গবাদি পশুর হাট গাবতলীতে বিক্রেতাদেরমুখে নানান অভিযোগ শোনা গেছে ইউটিউবরাদের নিয়ে।

গাবতলী হাটে প্রবেশ করতেই মানুষজনের জটলা। এক জায়গা ভিড় করেছেন প্রায় অর্ধশত মানুষ। কারণ জানতে এগিয়ে গেলে দেখা যায়, গরুর ভিডিও ধারণ করতে এসেছেন একজন ইউটিউবার। তাকে ঘিরেই তৈরি হয়েছে এই ভিড়। হাটের ভেতরের অংশে এমন আরও বেশ কিছু জটলা চোখে পড়ে।

বিজ্ঞাপন

বিক্রেতাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে বলেন, একজনের পর একজন আসে, দাম জিগায়, ভিডিও করে, ছবি তোলে। ফাও আলাপ সব। যত জনরে দাম কইছি, তার অর্ধেকও যদি কাস্টমার হইতো গরু সব বিক্রি হইয়া যাইত। সবাই ক্যামেরা নিয়া আসে, কে সাংবাদিক বুঝি না।

ব্যাপারীরা আরও বলছেন, আমরা দাম কই একটা, তারা ভিডিওতে কয় আরেকটা। একজনের পর আরেকজন জ্বালাইতে থাকে। তাগো কারণে কাস্টমার গরুর কাছে আসতে পারে না।

বিজ্ঞাপন

বিক্রেতাদের মতো বিরক্ত ক্রেতারাও। মিরপুর-১ নম্বর থেকে হাটে গরু কিনতে আসা জিহাদ হোসেন বলেন, একটা গরু দেখলাম। কাছে যাব, উপায় নাই। ইউটিউবারে ভরা।

হাটে এরইমধ্যে বেচা-কেনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তাদের বিক্রির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন এক ঝাঁক ইউটিউবার। বিভিন্ন বয়সী শিশু-কিশোর, যুবকদের ভিড় চোখে পড়েছে এই হাটে। কারও হাতে মোবাইল ফোন, কারও হাতে ক্যামেরা। সবাই গরুর ভিডিও নিতে ব্যস্ত। কেউবা সাক্ষাতকার নিচ্ছেন বিক্রেতাদের।

ভিডিওধারণকারী একাধিক ব্যক্তি জানিয়েছেন, অনেকে পুরনো ইউটিউবার, কেউবা একেবারেই নবীন। গরুর ভিডিও প্রচার করে নিজ নিজ ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিতে চান তারা। তবে ব্যাপারী বা বিক্রেতাদের বিরক্ত করার বিষয়টি অস্বীকার করেছেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |