ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

‘মার্চ ফর গাজা’ উপলক্ষে মেট্রোরেলে ভিড়

আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৩:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রোদে পুড়ে, ঘামে ভিজে ফিলিস্তিনের পতাকা হাতে সবাই জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আর যারা এখনও আসতে পারেননি তারা দ্রুত পৌঁছাতে বেছে নিয়েছেন মেট্রোরেলকে। এ কারণে বাস, মিনি ট্রাকের পাশাপাশি মেট্রোরেলেও লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মেট্রোরেলের প্রতিটি স্টেশনে শাহবাগমুখী যাত্রীদের এমন ভিড় দেখা গেছে। যাদের বেশিরভাগই যোগদান করবেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে।

জানা গেছে, আজ সকাল থেকেই বাস, ট্রেন, লঞ্চ, এমনকি হেঁটেও সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে আসা মানুষ। এ ছাড়া বিভিন্ন মাধ্যমেও আসছেন তারা। তারই ধারাবাহিকতায় দ্রুত সমাবেশস্থলে পৌঁছাতে অনেকে মেট্রোরেলেও পাড়ি জমাচ্ছেন। 

বিজ্ঞাপন

1

আব্দুর রহিম নামে এক যাত্রী বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগদান করতে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি। বাসে প্রচুর ভিড় এজন্য মেট্রোরেলে আসা। এখানে এসেও দেখছি একই অবস্থা। 

তিনি আরও বলেন, ভিড়ের কষ্ট গরমের মধ্যে বাস কিংবা গণপরিবহনে বসে অপেক্ষার চেয়ে কম নয়। তবে মেট্রোরেলে যানজট নেই, এই একটা সুবিধা। ভিড়ের জন্য যত কষ্টই হোক, সেটি ২০ মিনিটের বেশি নয়।

বিজ্ঞাপন

34015

প্রসঙ্গত, আজ বিকেল ৩টায় কর্মসূচি থাকলেও সকাল থেকেই দলে দলে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে।

এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |