২০১৮ সালের আগস্টে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলায় মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
রোববার (৯ জুলাই) প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না-করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। মামলার অধিকতর তদন্ত শেষ করতে গোয়েন্দারা এ পর্যন্ত মোট সাতবার সময় নিয়েছেন।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই দিন ধার্য করেন। এ তথ্য জানিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এশারত আলী।
এর আগে এ মামলায় ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আবদুর রউফ অভিযোগপত্র দাখিল করেন। সেখানে ছাত্রলীগ নেতাসহ ৯ জনের নামে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযুক্তরা হলো নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, মো. সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খান কাজল, তান্না ওরফে তানহা ওরফে মুজাহিদ আজমি তান্না, সিয়াম, অলি আহমেদ ওরফে জনির নাম উল্লেখ করা হয়। এ ছাড়া নাম-ঠিকানা জানতে না পারায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নাম অভিযোগপত্রে আসেনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট মার্শা বার্নিকাট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন সশস্ত্র ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পিস্তল ও লাঠিসোঁটা বহন করছিল। বদিউল আলম মজুমদারের বাসায় হামলা করে তারা বাসার ভেতরেও ঢোকার চেষ্টা করে।
ঘটনার ৬ দিন পর (১০ আগস্ট) বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।