ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা জানানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে টেকসই উন্নয়নের জন্য মাতৃভাষা শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সেখানে মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের আত্মত্যাগের ইতিহাসের প্রশংসা করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।
তিনি বলেন, পৃথিবীতে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতার জন্য সংগ্রাম একটি অনন্য ঘটনা। বাংলাদেশের মতো পৃথিবীর সব দেশের শিশুরা মাতৃভাষায় কথা বলুক।
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থান সংস্কৃতিসহ সবক্ষেত্রে সমতা নিশ্চিতের সুযোগ তৈরি করেছে। বাংলা ভাষা ও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে বর্তমান সরকার।
দেশি-বিদেশি বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।
আরটিভি/আরএ