ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আবারও ঢাকা ওয়াসার এমডি হচ্ছেন তাকসিম

আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুলাই ২০২৩ , ১১:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

আবারও তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পাচ্ছেন তাকসিম এ খান।

বিজ্ঞাপন

ওয়াসার একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, তার নিয়োগপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন। নিয়োগপত্র এখন মন্ত্রণলায়ের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে যেকোনো সময় প্রকাশ পেতে পারে। 

বিজ্ঞাপন

তাকসিম এ খান ১৩ বছর ধরে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওয়াসার এমডি হিসেবে এটি হবে তার সপ্তম নিয়োগ।

উল্লেখ্য, তাকসিম সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। কলেজ জীবন শেষে ১৯৭৫ সালে তিনি উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান এবং ১৯৮১ সালে মস্কোর একটি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রপ্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

তাকসিম এ খান ২০০৯ সালের ১৪ অক্টোবর ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |