ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘তারেক-জোবায়দাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করা হবে’

আরটিভি নিউজ

বুধবার, ০২ আগস্ট ২০২৩ , ০৫:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞাপন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বুধবার (২ আগস্ট) বিকেলে আদালত তাদের কারাদ্ণ্ড দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা বলেন। 

আনিসুল হক বলেন, এই রায়ে আবারও প্রমাণিত হলো বাংলাদেশে আইনের শাসন আছে। রায় আদালত দিয়েছে, সরকার দেয়নি। কেউ অপরাধ করলে তার সাজা হবেই। 

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের আগে এই রায় দিয়ে সরকার বিএনপিকে কোনঠাসা করছে, এটা সত্য নয়। এটা বিএনপির মনগড়া বক্তব্য। বিএনপির রাজনীতি করতে বাধা দেওয়ার ইচ্ছে থেকে এই রায় দেওয়া হয়নি।

এদিকে, তারেক রহমান এবং জোবাইদা রহমানকে সাজা দেওয়ায় রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি। তাদের দাবি, এটা একটা রাজনৈতিক সাজা, সরকারের ফরমায়েশি রায়।

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান যখন বাংলাদেশে আসবেন তখন এ মামলায় আপিল করবো। সেই আপিলে প্রমাণ করে ছাড়ব এটি সরকারের ফরমায়েশি রায় ছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানের ৯ বছর এবং জোবায়দার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তারেকের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সময় তারেক রহমান গ্রেপ্তার হলেও ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |