ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আইপি টিভির নিবন্ধন নিতে বিলম্ব করলে দিতে হবে জরিমানা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ০৪:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইন্টারনেট প্রটোকল (আইপি) টেলিভিশনের নিবন্ধন ও নবায়নের ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে নিবন্ধন নিতে বিলম্ব করলে জরিমানা দিতে হবে। 

বিজ্ঞাপন

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের পর একমাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধন ফি ৫০ হাজার টাকা। প্রতি বছর নিবন্ধনের নবায়ন ফি ১৫ হাজার টাকা। কোনো আইপি টেলিভিশন মন্ত্রণালয়ের অনুমোদনের পর তিন মাসের মধ্যে নিবন্ধন করলে দিতে হবে ১৫ হাজার টাকা বিলম্ব ফি। অর্থাৎ ৫০ হাজার টাকার সঙ্গে আরও ১৫ হাজার টাকা যোগ করে ৬৫ হাজার টাকা দিতে হবে নিবন্ধনের জন্য। আর ছয় মাসের বিলম্বে গুনতে হবে ৩০ হাজার টাকা বিলম্ব ফি। সবমিলিয়ে খরচ পড়বে ৮০ হাজার টাকা। আর ছয় মাসের মধ্যে নিবন্ধন করা না হলে নিবন্ধনের অনুমোদন বাতিল হয়ে যাবে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) অনুসারে সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তথ্য অধিদপ্তর আইপি টিভির নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |