ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল সম্পাদক আশরাফুল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ , ০৯:২২ পিএম


loading/img
ফাইল ছবি

১৪শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি পদে বেলাল মুহাম্মদ (সহকারী জজ, নেত্রকোনা), সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম (সহকারী জজ, নাটোর) ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম গিয়াস উদ্দিন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তালহা মাহমুদ। এর আগে ৬ ডিসেম্বর সারা দেশের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেন।

এছাড়াও কমিটির সহ-সভাপতি পদে সৈয়দ তাওসীফ মাহাদী, সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মো. আরিফ হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ওয়াহিদা নাসরিন, সমন্বয়কারী পদে মো. শহিদুল ইসলাম, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক পদে শিল্পী দাস এবং গ্রন্থনা, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুরাখসা জাহান প্রিয়াংকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচিত সভাপতি বেলাল মুহাম্মদ এক প্রতিক্রিয়ায় বলেন, আমার উপর আস্থা রাখার জন্য সকল সহকর্মী বিচারকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভবিষ্যতে এসোসিয়েশনের সার্বিক স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার সর্বোচ্চ প্রয়াস থাকবে ইনশাআল্লাহ। এছাড়া, বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে ও বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করণের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

নির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, সহকর্মী বিচারকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অ্যাসোসিয়েশনের সদস্যদের পারিবারিক ও পেশাগত প্রয়োজনে আমি পাশে থাকতে বদ্ধপরিকর। বিচার বিভাগের মর্যাদা সমুন্নত করা ও বিচার বিভাগের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে   কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাব। সততা, সাহসিকতা ও আদর্শের ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিচার বিভাগের অনবদ্য অবদানকে আমরা আরো বেগবান করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |