ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাকিস্তান হাইকমিশনারের দুঃখ প্রকাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ , ০৬:৫০ পিএম


loading/img

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা ভিডিও বাংলাদেশে পাকিস্তান হাইকমিনের সাইটে শেয়ার হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে এসে এ দুঃখ প্রকাশ করেন।

রফিউজ্জামান ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, ওই ভিডিওটি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান বলেন, রফিউজ্জামানের কাছে ইতিহাস বিকৃতি করে দেয়া পোস্টের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর বাংলাদেশের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, এমন ঘটনার পর তারা প্রতিবারই দুঃখপ্রকাশ করে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে, সে কি আপনার কথা শুনবে? তবে আমাদের দরকার কূটনৈতিক প্রতিবাদ, সেটিই আমরা করেছি। এবং তারা যদি সীমার বাইরে চলে যায়, তাহলে তার জন্যও অনেক পথ রয়েছে।

সম্প্রতি পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেইজ থেকে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে বলা হয় ‘শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।’

বিজ্ঞাপন

ঢাকায় পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের ফেসবুক পেইজে ওই ভিডিও শেয়ার করে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে খবর আসে।

এমকে 

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ভিডিও শেয়ার দেয়ায় পাকিস্তানি হাইকমিশনকে তলব

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |