ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিজয় দিবসে টাইমস স্কোয়ারে উৎসব গ্রুপের ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ , ০১:৪২ এএম


loading/img

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে তুলে ধরতে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারের বিশালাকায় এলইডি পর্দায় খণ্ড চিত্রে দেখানে হবে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টাইমস স্কোয়ারের বিশাল পর্দায় প্রতি চার মিনিট পর পর ভেসে উঠবে বাংলাদেশ। ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বিজয় দিবস পালনের এটি একটি নজিরবিহীন ঘটনা। 

এ ব্যাপারে উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার গৌরব গাঁথা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ জন্য এই আয়োজন করেছি আমরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের জাতীয় অর্জনের যে আনন্দ, তা উপভোগ্য করে তুলতে চাই সবার জন্য। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সবাইকে টাইমস স্কোয়ারে এসে বড় পর্দায় মুক্তিযুদ্ধের ইতিহাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 

তিনি সবার প্রতি আহবান জানিয়ে বলেন, টাইমস স্কোয়ারে আমাদের আয়োজনে সপরিবারে এসে ছবি তুলুন, ভিডিও করুন এবং অংশীদার হোন ইতিহাসের স্মরণীয় একটি মুহূর্তের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |