রাজধানীর চকবাজার থেকে নিখোঁজ হওয়া মোহাম্মদ আলীর সন্ধান চায় পরিবার। গত ৮ মে থেকে বাসা থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মোহাম্মদ আলীর বয়স ৪০ বছর। ঠিকানা-৪৭/৭ এ পূর্ব ইসলামবাগ, গ্রাম -পূর্ব ইসলামবাগ, ইউনিয়ন/ওয়ার্ড -২৯ ইসলামবাগ, থানা-চকবাজার, জেলা-ঢাকা।
পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ১১ মে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী। জিডিতে বলা হয়েছে- ৮ মে ভোর ৪টার দিকে চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ড ইসলামবাগ ইউনিয়ন/ওয়ার্ড এর পূর্ব ইসলামবাগ এলাকা থেকে আমার স্বামী নিখোঁজ হয়েছেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত আছে।
মোহাম্মদ আলীর গায়ের রং কাল, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, মুখের আকৃতি গোলাকার। তার কেউ সন্ধান পেয়ে থাকলে চকবাজার থানায় কিংবা উপরের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।